মনির হোসেন রবিন:: এখন অগ্রাহায়ণ মাস মানে নবান্নের মাস।“ আবার জমবে মেলা বট তলা হাট খোলা অগ্রাহায়ণে নবান্নের উৎসবে ভরে উঠবে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ব অবাক চেয়ে রবে”। নবান্নের এই মাসে বিখ্যাত এই গান যেন সকল কষক-কৃষাণির মনে বাজে। এবছর ভালো ফসল হওয়ায় কৃষকের মুখে যেন হাঁসি লেগেই আছে। লক্ষ্মীপুর সদর উপজেলার ভিভিন্ন স্থান ঘুরে দেখা গেল ধান কাটা প্রায় শেষ। কিন্তু এখনো ব্যস্ত রয়েছে কৃষাণিরা।
ক’ দিন আগে মাঠ থেকে ধান কেটে এনেছে।এখন ধান সিদ্ধ ও শুকাতে ব্যস্ত কৃষাণিরা।তাই উঠানে কাদা মটির পলেপ দিয়ে ধান শুকাচ্ছে তারা।শনিবার ( ৩ ডিসেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার শহর কসবা গ্রাম ঘুরে এমন চিত্র দেখা যায়। ভোর রাতে উঠে চুলায় ধান সিদ্ধ করা শুরু করে। তার পর সিদ্ধ ধান উঠানে শুকাতে নিয়ে যায়।কেউ আবার বাতাসের অপেক্ষায় থাকে ধান থেকে চিটা মুক্ত করতে।
কখন বাতাস আসবে সেই আপেক্ষায় বসে থাকে দক্ষিন মুখি হয়ে।রাত দিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে চলেছে ।শহর কসবা কৃষাণি সামসুর নাহার জানান জানা ভোর বেলা থেকে রাত পর্যন্ত ধান নিয়ে ব্যস্ত রয়েছেন তারা। ঠিকমত খাবার খাওয়ার সময় ও পারছিনা না। এবার ফসল ভালো হওয়ায় কাঝ করতে ভালো লাগছে তাদের। পরিবারের সকল সদস্য এক সাথে মনের আনন্দে কাজ করছে।
0Share