সানা উল্লাহ সানু:: ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে লক্ষ্মীপুরে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম (আনারস), আওয়ামী লীগের সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন (ঘোড়া) ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন। লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হতে প্রার্থীদের কে ৮শ ২১ জনপ্রতিনিধি ভোটারের ভোট চাইতে হবে।
এ সময় সংরক্ষিত সদস্য পদে ১৫ নারী ও ৬৬ জন সাধারণ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
৫টি সংরক্ষিত সদস্য পদে যে ১৫ নারী প্রার্থী লড়বেনঃ
সংরক্ষিত ১ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ১৬৮, প্রার্থী ২ জন ও তাদের প্রতীকঃ জামসেদ আক্তার (বই), সৈয়দা তেহেরুন নাহার শিল্পী (হরিণ)। সংরক্ষিত ১নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ হচ্ছে ১, ২, ৩।
সংরক্ষিত ২ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ১৭২, প্রার্থী ৪ জন ও তাদের প্রতীকঃ
উম্মে সালমা পারভীন ( ফুটবল), তাহামিনা আক্তার (দোয়াত কলম), ফাতেমা বেগম ( হরিণ), বেব্রুজা বুলবুল (বই)। সংরক্ষিত ২নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ হচ্ছে ৪, ৫, ৬।
সংরক্ষিত ৩ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ১৬৬, প্রার্থী ২ জন ও তাদের প্রতীকঃ
ফরিদা ইয়াছমিন লিকা ( দোয়াত কলম), রোমানা ফেরদাউস ( ফুটবল)। সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ হচ্ছে ৭, ৮, ৯।
সংরক্ষিত ৪ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ১৫৭, প্রার্থী ৪ জন ও তাদের প্রতীকঃ
পারভীন আক্তার সালমা (দোয়াত কলম),আজনেহার বেগম (ফুটবল), মোক্তারা বেগম ( টেবিল ঘড়ি), সুলতানা আক্তার লাকী ( হরিণ)। সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ হচ্ছে ১০, ১১, ১২।
সংরক্ষিত ৫ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ১৫৮, প্রার্থী ৩ জন ও তাদের প্রতীকঃ মোছাঃ রোপেনা আক্তার (দোয়াত কলম), শিপন রানী সাহা (ফুটবল), সাবিহা সুলতানা (টেবিল ঘড়ি)। সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ হচ্ছে ১৩, ১৪, ১৫।
১৫টি সাধারণ ওয়ার্ডে ৬৬ জন প্রার্থী লড়বেনঃ
ওর্য়াড নং ১ ভোটার সংখ্যা ৫১, প্রার্থী ৪ জনঃ ফরিদ আহমেদ বাঙ্গালী ( বৈদ্যুতিক পাখা), জাফর উল্লাহ ভুঁইয়া (তালা), মিজানুর রহমান (হাতি), মোঃ আবুল কাশেম মাস্টার ( অটোরিক্সা)। রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন, নোয়গাও ইউনিয়ন, চন্ডিপুর ইউনিয়ন, ইছাপুর ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ২ ভোটার সংখ্যা ৫২, প্রার্থী ২ জনঃ মোঃ জাবেদ (তালা), শৈকত মাহমুদ ( অটোরিক্সা)। রামগঞ্জ পৌরসভা, রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন, ভাদুর ইউনিয়ন, ভোলাকোট ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ৩ ভোটার সংখ্যা ৬৫, প্রার্থী ৩ জনঃ কাজী মোহাম্মদ ওমর ফারুক (অটোরিক্সা), মোঃ তাফাজ্জল হোসেন ( বৈদ্যুতিক পাখা), মোঃ হিজবুল বাহার রানা (তালা)। রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন, দরবেশপুর ইউনিয়ন, লামচর ইউনিয়ন, সদর উপজেলার বশিকপুর এবং উত্তর হামছাদী ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ৪ ভোটার সংখ্যা ৫৩, প্রার্থী ৬ জনঃ মোঃ আবু তাহের মুন্সি ( বৈদ্যুতিক পাখা), মোঃ ফরিদ উদ্দিন ( অটোরিক্সা), মোঃ মনজুর হোসেন (টিউবওয়েল), মোঃ মাঈন উদ্দিন মানিক (উটপাখি), মোঃ মাসুদ খান ( তালা), মোঃ শফিকুর রহমান খাঁন ( হাতি)। রায়পুর উপজেলার চরপাতা , দক্ষিণ চর আবাবিল, উত্তর চর আবাবিল, রায়পুর ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ৫ ভোটার সংখ্যা ৬৬, প্রার্থী ৪ জনঃ আবদুর রশিদ মোল্লা ( অটোরিক্সা), এবিএম ইয়াহিয়া বিন জাকারিয়া (টিউবওয়েল), মোঃ আবু সায়েদ চৌধুরী শাকিল ( তালা), মোঃ আবুল কালাম আজাদ ( হাতি)। রায়পুর উপজেলার চরপাতা , দক্ষিণ চর আবাবিল, উত্তর চর আবাবিল, রায়পুর ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ৬ ভোটার সংখ্যা ৫৩, প্রার্থী ৩ জনঃ মোঃ আরিফ হোসেন (টিউবওয়েল), মোঃ হারুনের রশিদ (উটপাখি), কাজী মোঃ জামশেদ কবির বাকী বিল্লাহ ( তালা)। রায়পুর পৌরসভা, কেরোয়া, বামনী এবং সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ৭ ভোটার সংখ্যা ৫৩, প্রার্থী ৫ জনঃ মোঃ জাহাঙ্গীর আলম ( বৈদ্যুতিক পাখা), মোঃ হারুনুর রশিদ ( অটোরিক্সা), আবদুল ওহাব (টিউবওয়েল), মোঃ জাহাঙ্গীর আলম (উটপাখি), মোঃ বদরুল আলম শ্যামল ( তালা)। সদর উপজেলার উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, চরশাহী, হাজীরপাড়া ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ৮ ভোটার সংখ্যা ৫২, প্রার্থী ৭ জনঃ বেলায়েত হোসেন ( বৈদ্যুতিক পাখা), অহিদুস জামান বেগ ( অটোরিক্সা) মোঃ নবীবুর রহমান মুকুল (টিউবওয়েল), মোঃ আবুল বাশার (উটপাখি), আবদুস সাত্তার ( তালা), মোহাম্মদ মাসুদ ( হাতি), শেখ কামাল হোসেন ( ঘুড়ি)। সদর উপজেলার দত্তপাড়া, দিঘলী, বাঙ্গাখাঁ, মান্দারী ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ৯ ভোটার সংখ্যা ৬১, প্রার্থী ১১ জনঃ মোঃ আরিফুর রহমান ( বৈদ্যুতিক পাখা), মোঃ দেলোয়ার হোসেন ভুইঁয়া নিশাদ ( অটোরিক্সা), মুহাম্মদ আবদুল্লাহ আল নোমান (টিউবওয়েল), আমজাদ হোসেন অপু (উটপাখি), মোজ্জামেল হোসেন মিজান পাটোয়ারি ( তালা), জাকির হোসেন হাৗলাদার ( হাতি), মহি উদ্দিন বকুল ( টিফিন ক্যারিয়ার), মোহাম্মদ মাহবুবুল হক ( ঢোল) মোঃ আল আমিন ( ঘুড়ি), মোঃ মোরশেদ আলম ( ক্রিকেট ব্যাট), মোঃ হাবিব উল্লাহ (বক)। লক্ষ্মীপুর পৌরসভা, চর রুহিতা, পার্বতীনগর, লাহারকান্দি ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ১০ ভোটার সংখ্যা ৫২, প্রার্থী ৩ জনঃ আফজল হোসেন হাওলাদার ( বৈদ্যুতিক পাখা), মোঃ জহির উদ্দিন (টিউবওয়েল), (উটপাখি), মোঃ শাহ আলম ( তালা)। সদর উপজেলার কুশাখালী, ভবানীগঞ্জ, তেয়ারিগঞ্জ এবং কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ১১ ভোটার সংখ্যা ৫১, প্রার্থী ৪ জনঃ মোঃ আমিনুল ইসলাম( অটোরিক্সা), মোঃ হাবিবুর রহমান (টিউবওয়েল), মোঃ আলমগীর হোসেন ( তালা), মোঃ ইসমাইল হোসেন ( হাতি)। সদর উপজেলার শাকচর, চর রমনী মোহন, টুমচর এবং কমলনগরের চরকালকিনি ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ১২ ভোটার সংখ্যা ৫৪, প্রার্থী ৩ জনঃ মোঃ আহছান উল্লাহ ( বৈদ্যুতিক পাখা), মোঃ শাহিন আলম (টিউবওয়েল), মোঃ গিয়াস উদ্দিন ( তালা)। কমলনগর উপজেলার চর লরেঞ্চ, চর মার্টিন, সাহেবেরহাট এবং হাজীরহাট ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ১৩ ভোটার সংখ্যা ৫৩, প্রার্থী ৬ জনঃ মোহাম্মদ মোশারেফ হোসেন ( বৈদ্যুতিক পাখা), মোঃ নুরনবী চৌধুরী ( অটোরিক্সা) আবুল বাছেত (টিউবওয়েল), মোঃ সফিক উল্লাহ (উটপাখি), বিল্লাহ শাহেদ মাহমুদ ( তালা), মোঃ মিরাজ উদ্দিন ( হাতি)। কমলনগরের চর কাদিরা, চর ফলকন, পাটারিরহাট এবং রামগতির চর বাদাম ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ১৪ ভোটার সংখ্যা ৫০, প্রার্থী ৩ জনঃ কনক দাস চন্দ্র ভূষণ দাস (টিউবওয়েল), মোঃ আমজাদ হোসেন ( তালা), মোঃ সাইদ পারভেজ ( হাতি)। রামগতি পৌরসভা এবং চর আবদুল্লাহ, চর আলগী , চর আলেকজান্ডার ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
ওর্য়াড নং ১৫ ভোটার সংখ্যা ৫৫, প্রার্থী ২ জনঃ মোঃ ছাইফুল আলম ( তালা), মোঃ মোজাহিদুল ইসলাম ( হাতি)। ঃ রামগতি উপজেলার চর পোড়াগাছা, চর গাজী , চর রমিজ, বড় খৈরী ইউনিয়নের তৃনমূল জনপ্রতিনিধিরা এ ওর্য়াডের ভোটার।
লক্ষ্মীপুর জেলায় ৫টি উপজেলা ৫৮ ইউনিয়ন এবং ৪টি পৌরসভা রয়েছে। এ স্থানীয় প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিগণ জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জানা যায়, ১৯৮৮ সালে স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকারের নিয়োগ দেওয়ার বিধান ছিল। ২০০০ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনে নতুন আইন করে। ২০১১ সালের ১৫ ডিসেম্বর তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ‘অনির্বাচিত’ প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছে ইসি। গত ৬ অক্টোবর জাতীয় সংসদে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ পাস হয়।
[[ বিঃদ্রঃ স্থানীয় সরকারের বিষয়ে একটি গবেষণা নিবন্ধনের অধীনে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। কোন মিডিয়ায় এ প্রতিবেদনটি প্রকাশ করতে চাইলে অবশ্যই প্রতিবেদকের নামসহ লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ক্রেডিট দিয়ে প্রকাশ করতে হবে।]]
আরো পড়ুনঃ
যেভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫টি নির্বাচনী ওয়ার্ড
জেলা পরিষদে প্রার্থীদের ১৮ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চেয়েছে আ.লীগ
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত লড়বেন ৯৬ প্রার্থী
লক্ষ্মীপুরে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন ১ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ জন
লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে আনারস, ঘোড়া, হেলিকপ্টারসহ ৮৪ প্রার্থীর প্রতীক
0Share