নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা রিপোটার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি (২০১৭-২০১৮) গঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রেহান উদ্দিন ভূঁইয়া সড়কে আল হেলাল মার্কেট অস্থায়ী কার্যালয়ে প্রবীন সাংবাদিক এম মালেক এর সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক গাজী গিয়াস উদ্দিনের পরিচালনায় সংগঠনের এক সাধারণ সভা এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মনোনীত হন প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়া। অপর কর্মকর্তগণঃ
সভাপতিঃ এম এ মালেক- ব্যুরো চিফ- দৈনিক ভোরের পাতা, সিঃ সহ-সভাপতিঃ আনোয়ারের রহমান বাবুল দৈনিক দেশ জনতা, সহ-সভাপতি রফিকুল ইসলাম- সম্পাদক লক্ষ্মীপুর কণ্ঠ, সহ-সভাপতি আজিজুর রহমান আযম- দৈনিক চৌকস, সাধারণ সম্পাদকঃ গাজী গিয়াস উদ্দিন- জেলা প্রতিনিধি- দৈনিক জনতা, যুগ্ম-সম্পাদক এম জেড মাহমুদ- দৈনিক নওরোজ, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম খাঁন- দি ডেইলি অবজার্ভার, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু- সম্পাদক- সাপ্তাহিক ফয়সালা, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম চৌধুরী বাবু- সাপ্তাহিক সাম্প্রতিক দেশ কাল, প্রচারও প্রকাশনা সম্পাদক শাকের মোঃ রাসেল- জেলা প্রতিনিধি- দৈনিক বর্তমান ও মাছরাঙা টিভি, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন- বার্তা সম্পাদক- লক্ষ্মীপুর বার্তা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ আ আবীর আকাশ- নির্বাহী সম্পাদক- দৈনিক গ্রামীন কণ্ঠ, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক ঃ মামুনুর রশীদ- জেলা প্রতিনিধি- মোহনা টিভি, নির্বাহী সদস্য এফ এম মতিউর রহমান- সম্পাদক দৈনিক ভোরের মালঞ্চ, নাজিম উদ্দিন রানা- দৈনিক মুক্ত খবর, আনিসুর রহমান মোহন- দৈনিক যোগাযোগ, সাজ্জাদুর রহমান ফরহাদ- নির্বাহী সম্পাদক- দৈনিক কালের প্রত্যাশা, রাজীব হোসেন রাজু- দৈনিক মুক্ত বাঙালি ও জহিরুল ইসলাম আরজু- দৈনিক আলোর বার্তা। সভায় গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী প্রবীন সাংবাদিক দৈনিক ভোরের মালঞ্চ ও সাপ্তাহিক এলান পত্রিকার প্রতিষ্ঠাতা আবদুল মান্নান ভূঁইয়ার রোগ মুক্তির জন্যে দোয়া ও মোনাজাত করা হয়।
0Share