নিজস্ব প্রতিনিধি : ১৪ মার্চ লক্ষ্মীপুর আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় তিনি লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এ জনসভা সফল করতে সোমবার (৬ মার্চ) বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরউদ্দিন চৌধূরী নয়নের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সদর আসনের এমপি শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য সামছুল ইসলাম পাটোয়ারী, জেলা যুবলীগের আহবায়ক একেএম সালাহ উদ্দিন টিপু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন ও ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
এর আগে রোববার (৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুল ইসলাম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা. মোস্তাফা খালেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, পৌর মেয়র এমএ তাহের প্রমুখ।
অওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম সংবাদ মাধ্যম কে বলেন, নির্বাচনের আগাম প্রচারণা নয়, জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় একটি জনসভায় সরকারের সফলতা অর্জন ও রাজনৈতিক বক্তব্য এবং জেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
আরো পড়ুন



0Share