নিজস্ব প্রতিনিধি: ১৯৯৬ সালে প্রথমবারের মত মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আসে। দ্বিতীয় মেয়াদে ২০০৮ সালে এবং তৃতীয় মেয়াদে ২০১৪ সালের ৫ জানুয়ারী ক্ষমতায় আসার পর পুরো দেশের উন্নয়ন ব্যাপক বৃদ্ধি পায়। বিশ্বে পরিচিতি পায় ডিজিটাল বাংলাদেশ। বিগত ৭ বছরে লক্ষ্মীপুর জেলায় ও আলোচিত কয়েকটি উন্নয়ন সাধিত হয়েছে। এ গুলোর মধ্যে বহু কাঙ্খিত মেঘনার ভাঙন রোধে ২শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।রামগতি-কমলনগর কে রক্ষার জন্য এ প্রকল্পে পর্যায়ক্রমে ১৩শ কোটি টাকা বরাদ্ধ করতে হবে বলে প্রকল্প সূত্রে জানা যায়। রামগতি-কমলনগর সড়ক উন্নয়ন হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভায় চলছে প্রায় শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প। ইতোমধ্যে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে নৌ-বন্দর, এবং লক্ষ্মীপুরে রেললাইন সংযোগ স্থাপন প্রকল্প অনুমোদন লাভ করেছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে “চন্দ্রগঞ্জ থানা” এবং “চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা” বাস্তবায়ন হয়েছে।
১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে তাঁর কাছে লক্ষ্মীপুরবাসীর প্রত্যাশা আরো বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর আমগন কে কেন্দ্র করে জেলার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দাবি প্রকাশ করে স্ট্যাটাস দিচ্ছেন। জেলাবাসি সামাজিক মাধ্যমে জেলার উন্নয়নে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন। তারা চান, মেঘনার বাধঁ রক্ষা প্রকল্পটি বৃহত্তম প্রকল্পে রুপ লাভ করুক। রেললাইন সংযোগ স্থাপনের কার্যক্রম যেন দ্রুত সময়ের মধ্যে শুরু করা হয়। জেলার নবগঠিত চন্দ্রগঞ্জবাসীর দাবি চন্দ্রগঞ্জ থানাকে যেন চলতি সরকারের মেয়াদেই উপজেলায় উন্নীত করা হয়।
0Share