নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সফরে এসে ২৭টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ২টা ৫৫ মিনিটে ১০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ১৭টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে জেলা আ্ওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্ত্বে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়) উদ্বোধন শেষে এ প্রকল্পের ২য় পর্যায় কাজের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী এ বক্তব্য টেলিভিশনে প্রচারের সাথে সাথে রামগতি-কমলনগরের হাজার হাজার মানুষ আনন্দে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
0Share