নিজস্ব প্রতিনিধি: ১৯৪৬ সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায় হিন্দু-মুসলমাদের মধ্যে দাঙ্গা ও হাঙ্গামা হয়। দাঙ্গার কাহিনী নিয়ে এবার নোয়াখালীতে দৃশ্যায়ন হলো বিবিসির প্রামান্য চিত্র ‘পাস্টেন স্টোরি’র। রোববার ( ১২ মার্চ) থেকে এর বেশকিছু চিত্রায়ন হয়। জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী রেলস্টেশনে এ প্রামান্য চিত্রের দৃশ্যধারনের কাজ হয়। ১২ই মার্চ দুপুরে রেলওয়ে স্টেশনের সামনে এ শুটিং দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়।
ইতিহাস ভিত্তিক এ প্রামান্য ছবির কাহিনী হচ্ছে, রামগঞ্জ এলাকায় হিন্দু-মুসলমাদের মধ্যে দাঙ্গার শিকার মান্দারী এলাকার স্থানীয় এক ব্যক্তি মোজাফফার বিনিতা ভৌমিক রায়কে নিয়ে এসে চৌমুহনী রেলওয়ে স্টেশনের মালবাহী ট্রেনে উঠিয়ে দেন। তিনি ট্রেনে চড়ে কলকাতায় যান। কিন্তু ট্রেন থেকে কলকাতানা না নেমে লন্ডনে পাড়ি জমান বিনিতা। তারপর সেখানে পড়ালেখা করে ডাক্তারি পাশ করেন তিনি। পরবর্তীতে সেখানে চিকিৎসক হিসেবে ভালো সুনাম অর্জন করেন তিনি। তারই জীবন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে ছবিটি।
কিন্তু ইতোমধ্যে কয়েকটি মিডিয়া এ সুটিং কে হলিউড সিনেমার সুটিং বলে প্রচার করে যা আদৌ সত্য নয় বলে জানিয়েছে বিবিসি ওয়ার্ড সার্ভিসের ইংরেজী বিভাগ।
0Share