নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর শহরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফুলের বাগান, কালেক্টর মসজিদের সামনে রোজ স্কয়ার করা হয়েছে।অন্যদিকে লক্ষ্মীপুর-রামগতি এবং লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের ঝুমুর মোড়ে স্থাপন করা হয়েছে তিন ইলিশের স্টীল মুরাল।প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুর আগমনের সময় মুরালটি তড়িঘড়ি করে উন্মুক্ত করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে কোন উদ্ভোধন হয়নি। লেখা নেই কোন বিশেষ নাম।শুধু ওপরে লেখা রয়েছে সয়াল্যান্ডে আপনাকে স্বাগতম।
কিন্ত কিছু লেখা না থাকলেও ইতোমধ্যে মুরালটি পথচারীদের দৃষ্টি কেড়েছে। পথচারীরা প্রতিদিনিই এর ছবি তুলছে এবং সামাজিক মাধ্যমে তা পোস্ট করে চলছে। ক্যাপশন হিসেবে বেশিরভাগ সামাজিক মাধ্যম ব্যবহারকারী মুরালটি কে ইলিশ স্কয়ার হিসেবে নাম দিচ্ছে। অনেকে এ মোড়টির নাম ইলিশ স্কয়ার রাখার দাবিও তোলেন। তাদের মতে লক্ষ্মীপুর মানে ইলিশ নগরি।ইলিশ সারা পৃথিবীর মানুষের কাছে প্রিয়। আর ইলিশের জেলা লক্ষ্মীপুরে ইলিশের মুরাল স্থাপন করা সিদান্ত ছিল সময় ও চাহিদা উপযোগি বাছাই।
এ বিষয়ে আরো বিস্তারিত পড়ুন নিচের লিংকে
মেইড ইন লক্ষ্মীপুর #MadeInLakshmipur
0Share