নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নতুন ধারার দৈনিক আমাদের সময় পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার সকালে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে র্যালীটি শুরু
হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এসে কেক কাটা হয়। এ সময়ে দৈনিক আমাদের সময় পত্রিকার পথচলা ও পাঠকের রুচিশীল,মফস্বল সংবাদ ফলাও করে জেলার তৃণমূল সংবাদ পরিবেশনের উপর আগত অতিথিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
জেলা প্রতিনিধি মো.জহির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, বিএমএ জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন,জেলা জাসদ সভাপতি সালেহ উদ্দিন ভ’ইঁয়া,বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল,সিনিয়র সাংবাদিক কামাল হোসেন,আনোয়ারের রহমান বাবুল,তৌহিদুর রহমান রেজা,জান্নাতুল ফেরদাউস নয়ন,আজিজুর রহমান আযম, স্টাফ রিপোর্টার, দৈনিক চৌকস, মাহবুবুর রহমান ভ’ইঁয়া,জাহাঙ্গীর হোসেন লিটন, আফজাল হোসেন সবুজ, বিএম সাগর, এসএম বেলাল, আমাদের সময় রামগঞ্জ উপজেলা প্রতিনিধি-জাকির হোসেন পাটোয়ারী, রায়পুর প্রতিনিধি নুরুল আমিন ভূইঁয়া প্রমূখ।



0Share