নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মকরদজ গ্রামে নির্মাণ কাজ চলাকালীন সময়ে অর্তকিত হামলা চালিয়ে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী মোঃ মামুনুর রশিদ (১৮)সহ একই পরিবারের ৫ জন কে পিটিয়ে মারত্মক জখম করেছে প্রতিপক্ষ মোঃ রাকিব( ২৫) ও তার লোকজন। শনিবার ( ৮ এপ্রিল) বেলা ২ টার দিকে ঘটনা ঘটে। আহতদের কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী মামুনের অবস্থা আশংকজনক হলে চিকিৎকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে একই গ্রামের আবদুস সহিদের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারি রাকিব একই গ্রামের মনিরের ছেলে। অপর আহতরা হলেন, মামুনের বাবা মোঃ আবদুস সহিদ(৬০), ভাই মোঃ মাসুদ (২২), মা খুরশিদা (৫০), চাচা আবদুল ওয়াদুদ (৫৫)। আহতরা নির্মাণকাজের শ্রমিক ও ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিল। স্থানীয়রা জানায়, প্রায় ৩০ বছর আগে উত্তর মকরদজ গ্রামের করিম বক্স পাটোয়ারি বাড়ির আবদুল ওদুদ ও অপর পক্ষ মনিরের পূর্বোসুরিরা তাদের বাড়ির ১ শতক জমি নিজেদের মধ্যে অদল বদল নেন। সেই অনুযায়ি ওয়ারিশ হিসাবে আবদুল ওদুদ ও মনিরদের মাঝে এত দিন কোন সমস্যা না হলেও আবদুল ওদুদ সম্প্রতি ওই জায়গায় বাড়ি নির্মাণ শুরু করে। প্রথম দিকে এ নিয়ে কোন বাধাঁ না দিলেও ঘটনার দিন মনিরের ছেলে রাকিব নির্মাণ শ্রমিকদের ওপর অর্তকিত হামলা চালায়।
0Share