রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার সকালে জোসনা আক্তার (২৮) নামে দু’ সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১২ টা দিকে উপজালার দক্ষিন চরবংশী ইউপির ৩নং ওয়ার্ড চরলক্ষ্মী গ্রামের আখনবাজার এলাকার পেদার বাড়ীতে । ওই গৃহবধু একই এলাকার ক্ষুদ্র ব্যাবসায়ী আব্দুর রশীদ পেদার স্ত্রী ও একই গ্রামের কৃষক দুলাল আখনের মেয়ে । তবে এলাকাবাসী বলছে-গৃহবধু জোসনাকে নির্যাতনে হত্যা করে মৃত দেহটি গাছে ঝুলিয়ে আব্দুর রশীদ পেদা রাতেই পলাতক রয়েছেন । এ রিপোট লেখা পর্যন্ত আব্দুর রশীদকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি নিয়েছেন গৃহবধুর কৃষক পিতা দুলাল আখন । এলাকাবাসি ও গৃহবধুর পিতা দুলাল আখন জানান-প্রায় ২৮ বছর আগে তাদের পার্শ্ববর্তী গ্রামের বেকার আব্দুর রশীদ (৩৭) বিয়ে করেন জোসনাকে । আব্দুর রশীদ ব্যাবসার জন্য প্রায় সময় বাবার বাড়ী থেকে মোটা অংকের টাকা এনে দিতে চাপ সৃষ্টিসহ শারিরীক ও মানুষিক নির্যাতন করতো জোসনার উপর। মেয়ের সুখের কথা চিন্তা করে দুলাল আখন জামাতা আব্দুর রশীদকে কয়েক দফায় লক্ষাধিক টাকাও দেন । কিন্তু তারপরও জোসনার দাম্পত্ত ও সংসারে কলোহ লেগেই থাকতো । তাদের সংসারে একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে । সোমবার রাত ১১ টার সময় আব্দুর রশিদ তার গৃহবধু জোসনাকে বাবার বাড়ী থেকে আরো টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে । এতে প্রতিবাদ করলে শারিরীক নির্যাতন ও শাষরোধে হত্যা করে বসত ঘরের পাশে জোসনার মৃত দেহটি গাছে ঝুলিয়ে রেখে রাতেই পালিয়ে যায় ঘাতক স্বামী আব্দুর রশীদ ।। পরে স্থানীয় লোকজন লাশটি দেখে জোসনার পিতা, এলাকার চেয়ারনম্যান,মেম্বার ও থানা পুলিশকে সংবাদ দেয়। দক্ষিন চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি জানান, এলাকাবাসির কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গৃহবধু জোসনার লাশ গাছে ঝুলতে দেখে পুলিশকে সংবাদ পাঠাই । পুলিশ লাশটি মর্গে পাঠিয়েছে । চরবংশী ফাঁড়ি থানার ইনচার্জ (এসআই) মোঃ ইয়াহিয়া জানান, গৃহবধু জোসনা আক্তারের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । আব্দুর রশীদ পলাতক রয়েছে । গৃহবধুর পিতা দুলাল আখনকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে । ময়নাতদন্তের রিপোট আসলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ।
0Share