নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর , নোয়াখালী, ফেনীসহ দেশের ২৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে।২ মে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হুমায়রা বেগমকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব দেয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন তিনি।১৯৮৪ সালে লক্ষ্মীপুর জেলা গঠনের পর হুমায়ারা বেগম ছাড়া অন্য কোন নারী লক্ষ্মীপুরের জেলা প্রশাসক পদে নিয়োগ পায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীকে চট্টগ্রামের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারকে নোয়াখালীতে এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মনোজ কুমার রায়কে ফেনীর জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।গত ২০ এপ্রিল এ সকল জেলায় ডিসি পদে রদবদল আসছে এমন খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
এ নিয়ে লক্ষ্মীপুরের বর্তমান প্রশাসনে ২ জন উচ্চ পদস্থ কর্তা রয়েছে। অন্যজন হলেন রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায়।
0Share