রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে যক্ষা রোগ ও ফুসফুস নষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন (৪০) নামের বিদ্যালয়ের নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে । শনিবার রাত ১টায় রায়পুর সরকারি হাসপাতাল থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান ।
মৃত আলমগীর হোসেন পৌরসভার ৬নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের বাসষ্ট্যান্ডের এলাকার শামছু মাষ্টার বাড়ীর মৃত মো: হোসেন মিয়ার ছেলে ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরি । তিনি বৃদ্ধ মা, দ্বিতীয় স্ত্রী,৪ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্জুর কাদের বলেন, কয়েকমাস ধরে আলমগীর হোসেন ফুসফুস ও যক্ষা রোগে আক্রান্ত ছিল । গত বৃহস্পতিবার রাতে আলমগীর অসুস্থ হয়ে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি হয় । শনিবার রাত ১টা অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার আলমগীরকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে প্রেরন করেন।।ওই হাসাপাতালে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান । রোববার দুপুরে নামাজ শেষে তাকে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে । বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠানের নেতৃত্বে সকল শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা-
0Share