লক্ষ্মীপুর প্রতিনিধি: “চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে” এই স্লোগানে লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থারিটি (বিআরটিএ) লক্ষ্মীপুর সার্কেল আয়োজিত র্যালী র্যালী শেষে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে গণসচেতনতা বৃদ্ধিমুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মীর শওকত আলী, শেখ মুর্শিদুল ইসলাম, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদ, তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, সাংবাদিক নেতা তৌহিদুর রহমান প্রমূখ।
এসময় বাসট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ও জেলার বাস-ট্রাক, সিএনজি সহ বিভিন্ন যানবাহনের চালক ও হেলপারগন উপস্থিত ছিলেন।
0Share