জুনায়েদ আল হাবিব: মেঘনার জোয়ারে লক্ষ্মীপুরের মেঘনা পাড়ের সদর, কমলনগর ও রামগতি উপজেলার নিমাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।২৬ মে শুক্রবার বিকেল থেকে এ জোয়ার দেখা দেয়। উত্তাল রয়েছে মেঘনা। কমলনগরের চর কালকিনি, চর লরেন্স, চর মার্টিন, চর ফলকন, সাহেবেরহাট ইউনিয়নসহ বেশ কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। পর্যাপ্ত বেড়িবাঁধ না থাকায় অনেক গ্রামে পানি প্রবেশ করতে দেখা যায়। এদিকে জোয়ারের পানির আঘাতে মেঠো পথগুলোও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। জোয়ারের হুমকিতে থাকা রাস্তা সংস্কার সম্পূর্ণ হয়নি কমলনগরের চর মার্টিনের ৮নং ওয়ার্ডের মধ্যস্থ রাস্তাটি। এতে জোয়ারের পানিতে রাস্তাটি নিয়ে বেকায়দায় গ্রামবাসী। শুক্রবার বিকেলে মেঘনাপাড়ে ঘুরলে দেখা যায়, আউশ ধান রোপণ করা ক্ষেতগুলো এখন পানিতে ডুবে আছে। কৃষক মোঃ মোস্তফা মিয়া(৪৬) বলেন, আমি বীজ রোপণ করেছি অল্প কয়েকদিন হলো। কিন্তু আজকের জোয়ারে আমার ক্ষেত এখন পানির নিচে। এতে করে নির্দিষ্ট সময়ে ধানের চারাগুলো বড় হওয়া নিয়ে সন্দেহ থেকে যায়।
জুনাইদ আল হাবিব শিক্ষানবীশ কন্ট্রিবিউটর
0Share