লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গপোসাগরে সৃষ্ট ঘুর্নিঝড় মোরা #mora মোকাবেলায় লক্ষ্মীপুরে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুমায়রা বেগমের সভাপতিত্বে সভায় ঘুর্নিঝড় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। জনগণকে সচেতন করার লক্ষে জেলার উপকূলীয় অঞ্চল সদর, রামগতি-কমলনগর ও রায়পুরে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে বলে জানান প্রশাসন। এছাড়াও উপকুলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্র গুলোতে সরিয়ে আনার কাজ চলছে। জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রতি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যাপ্ত খাদ্য সামগ্রি মজুদ করার পাশাপাশি রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ স্বেচ্ছাসেবি সংস্থা গুলোকে প্রস্তুত রাখা হয়েছে।[feed url=”http://www.gdacs.org/datareport/resources/TC/1000357/rss_1000357_6.xml” number=”3″ ]
0Share