লক্ষ্মীপুর প্রতিনিধি: রাজধানীর সাইন্স ল্যাবরেটরী মোড় থেকে অপহৃত ডা. ইকবাল মাহমুদের খোঁজ মিলেছে সাড়ে ৭ মাস পর। লক্ষ্মীপুরে তাকে চোখ বাঁধা অবস্থায় ফেলে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে চোখ বাঁধা অবস্থায় শহরের গরু বাজার এলাকায় রাস্তার পাশে ফেলে যায় তারা। স্থানীয় লোকজন রাস্তার পাশে পড়ে দেখতে পেয়ে তার বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলমকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল রোডস্থ ১৯৯ বকুল কটেজে নিয়ে যাওয়া হয়। ডা. ইকবাল মাহমুদ কারো সাথে কোন কথা বলছেন না। তবে তিনি শারিরীকভাবে অসুস্থ বলে জানিয়েছেন একে এম নুরুল আলম।
তিনি জানান, অপহরণের পর থেকে ইকবাল মাহমুদকে চোখ বাধা অবস্থায় একটি ছোট্ট ঘরে ফেলে রাখা হয়েছিল। ৭ মাস ১৭দিন চোখ বাঁধা অবস্থায় ছিল সে। এ অবস্থায় তাকে খেতে দেয়া হত। লক্ষ্মীপুর-রায়পুর সড়কের গরুবাজার এলাকায় বুধবার রাতে চোখ বাধা অবস্থায় তাকে ফেলে যায় দূর্বত্তরা। ইকবাল মাহমুদকে জীবিত পাওয়া সবাই খুশি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীকে ধন্যবান জানান এ মুক্তিযোদ্ধা।
এর আগে ২০১৬ সালের ১৫ অক্টোবর ভোর রাত ৩টা ১০ মিনিটে ঢাকার সাইন্স ল্যাবরেটরী এলাকা থেকে ডাঃ ইকবাল অপহরণ হয়। সেদিন তিনি লক্ষ্মীপুর থেকে রয়েল নাইটকোচ যোগে ঢাকায় গিয়েছিলেন । গাড়ী থেকে নামার সাথে সাথেই তিনি অপহৃত হন। ঘটনাস্থলে একটি পুলিশের গাড়ির উপস্থিতি নানা আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ইকবাল মাহমুদের বাবা তার সন্ধান ও উদ্ধারের জন্য হাইকোর্টে একটি রিটপিটিশন দায়ের করেন। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। অপহরণের সময় তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ্যানেসথিসিয়া বিভাগে ২ মাসের প্রশিক্ষনরত অবস্থায় ছিলেন।
৩৩ দিনেও নিখোঁজ লক্ষ্মীপুরের ডাঃ ইকবাল: সিসিটিভির ভিডিওতে অপহরণস্থলে পুলিশের গাড়ি
0Share