হাসান মাহমুদ: জন্ম থেকে প্রতিবন্ধি হওয়ায় প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করেত পারতো না লক্ষ্মীপুরের চররুহিতা গ্রামের শিশু স্মৃতি আক্তার (৮)। এতে তার পড়াশোনার ওপর প্রভাব পড়ে। বেসরকারি এনজিও ভয়েস কর্তৃক পরিচালিত চররুহিতা-১ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির ছাত্রী স্মৃতি।
তার পড়াশোনা অব্যাহত রাখতে বুধবার (২১ জুন) দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বেসরকারি এনজিও ভয়েস ও ব্র্যাকের উদ্যোগে স্মৃতিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। এতে সে নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারবে। স্মৃতি সদর উপজেলার চররুহিতা গ্রামের দিনমজুর আবু ছিদ্দিকের মেয়ে।
হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন, ভয়েস’র নির্বাহী পরিচালক শামছুল আলম লিটু, ব্র্যাক শিক্ষা কর্মসূচির সেক্টর বিশেষজ্ঞ মো. মাহবুব হোসেন, সিনিয়র এরিয়া ম্যানেজার শওকত আকবর, চররুহিতা উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুফিয়া আক্তার ও স্মৃতি মা শাহিনুর আক্তার প্রমুখ।
স্মৃতির মা শাহিনুর আক্তার বলেন, আমার মেয়েটি জন্ম থেকে শারিরীক প্রতিবন্ধি। তার পড়াশোনার প্রবল ইচ্ছায় তাকে বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। কিন্তু তাকে নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে অসুবিধা হতো। আমার মেয়ের পড়াশোনা চালু রাখতে ভয়েস ও ব্র্যাকের পক্ষ থেকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে। এখন থেকে সে প্রতিদিন বিদ্যালয়ে যেতে পারবে।
ভয়েস’র নির্বাহী পরিচালক শামছুল আলম লিটু বলেন, প্রতিবন্ধি শিশুটি বিদ্যালয়ে আসা-যাওয়া করতে সমস্যা হওয়ায় সংস্থার পক্ষ থেকে তাকে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে। সে যেন অন্যদের মতো নিয়মিত শ্রেণিকক্ষে অংশগ্রহণ করে পড়াশোনা অব্যাহত রাখতে পারে।
প্রসঙ্গত, চররুহিতা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকায় চলতি বছর বেসরকারী এনজিও ভয়েস পরিচালিত ও ব্র্যাকের অর্থায়নে চররুহিতা-১ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করে।
0Share