নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলামকে তার গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা সম্পন্ন হয়। পরে সদর উপজেলার বশিকপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহ্জাহান কামাল, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন প্রমুখ।
সকাল সাড়ে ৭টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামছুল ইসলাম। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
শামছুল ইসলাম বেশ কিছুদিন ধরে জ্বর ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। শামছুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব ও জেলা পরিষদের প্রশাসক ছিলেন।
0Share