নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরসহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।এদিকে বুধবার ভোর থেকে টানা ভারী বৃষ্টির কারণে লক্ষ্মীপুরের ৫টি উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো রামিগতির দ্বীপ চর আবদুল্লাহ এবং তেলির চরের সাথে রামগতি উপজেলার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন দ্বীপের বাসিন্দারা।
চর গজারিয়ার অধিবাসি মোঃ আলা উদ্দিন মোবাইল ফোনে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় এখানকার খেয়া পারাপার হচ্ছে না।আবহাওয়া অধিদপ্তর আরও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করছে। লক্ষ্মীপুর জেলার বেশির ভাগ এলাকা পানির নিচে।
0Share