নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহর মোটর শোভাযাত্রা শেষে অংশগ্রহনকারীদের ফেরার পথে মোটর সাইকেলের ধাক্কায় আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাতে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এরআগে উপজেলার উত্তর চরনেয়ামত এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মোঃ ফারুক হোসেন (৩৭)। তিনি উপজেলার উত্তর চরনেয়ামত এলাকার কামাল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর সার্কিট হাউস থেকে সোমবার (৩১ জুলাই) দুপুরে এমপি মোঃ আবদুল্লাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার উদ্দেশ্য মোটর শোভাযাত্রা নিয়ে বের হয়। এসময় কমলনগর ও রামগতির বিভিন্ন এলাকা থেকে অন্তত পাঁচ শতাধিক মোটর সাইকেল, ট্রাক, পিকআপভ্যান ও লেগুনা যোগ হয়।পরে এমপি তার রামগতির বাড়িতে শুভেচ্ছা বিনিময় শেষে নেতাকর্মীদের বিদায় করে দেয়। পরে উপজেলার উত্তর চরনেয়ামত এলাকা দিয়ে মোটর সাইকেলের এক বহর ফেরার পথে কৃষক ফারুককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটতে রাতে নোয়াখালীতে নেওয়ার মথে তিনি মারা যান। নিহতের পরিবারের সদস্যরা জানায়, দ্রুতগামী মোটর সাইকেল বহর থেকে ফারুককে ধাক্কা দেওয়া হয়। এতে গুরুতর আহত হয়ে তিনি মারা যায়। স্থানীয়ভাবে বিষয়টি সমাধান হওয়ায় তারা থানায় মামলা করেননি। এ ব্যাপারে এমপি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমাদের কর্মসূচী শেষ হওয়ার পর সে ঘটনাটি ঘটেছে বলে আমি শুনেছি। তবে কার মোটর সাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু হয়েছে-বিষয়টি নিশ্চিত নয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে নিহত ফারুকের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছিল। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে বিষয়টি সমাধান হয়েছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
0Share