নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১২টি সামাজিক ও অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত জামালপুরের মাদারগঞ্জ ও দেওয়ানগঞ্জে উপজেলার ৪শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।সোমবার ( ২৮ আগষ্ট) এ ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, তেল, পেঁয়াজ, হলুদ, মরিচ, আলু, মোমবাতি, দেয়াশলাই এবং খাবার স্যালাইনসহ।এ সকল ত্রাণ সামগ্রিতে প্রায় ৫ লাখ টাকা ব্যয় করা হয়।
ঢাকাস্থ রায়পুর যুব কল্যাণ সমিতি ও ঢাকাস্থ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আহবানে সাড়া দিয়ে ফেসবুক ভিত্তিক সংগঠন সম্ভাবনার রায়পুর, স্বপ্নিল রায়পুর, সুহৃদ, কেরোয়া অনলাইন ফোরাম, রায়পুর প্রোগ্রেস ফোরাম, রায়পুর ডেভেলপ ফোরাম, হিউম্যান ফর হিউম্যানিটি, ইউনিটি, ডা. আবদুল হাই ফাউন্ডেশন, চরপাতা ফোরামের সম্বনয়ে গঠিত ‘সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ কার্যক্রম দেখাশোনা করেন সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের আহবায়ক আবদুর রব সিদ্দীকি এবং সদস্য সচিব মোহাম্মদ ইউনুস।
0Share