নিজস্ব প্রতিনিধি: শনিবার (২ সেপ্টেম্বর) ঈদুল আজহার দিন লক্ষ্মীপুরে সকালে বৃষ্টিপাতের আশঙ্কা কম। তবে বিকেলে বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি হতে পারে।বিং এবং ওয়েদার ডটকমের সাইট থেকে এ তথ্য জানা যায়। ওই তথ্যে দেখা যায়, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে কাল সকালের দিকে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।ম্যাপে দেখা যায় এসব অঞ্চলে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। এ সংবাদ লেখার সময় রাত সাড়ে ১০ টায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল।
0Share