নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় এলাকায় ২শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরনে হাঁসি ফুটেছে লক্ষ্মীপুরের চরাঞ্চল এর হতদরিদ্র, নদীভাঙন কবলিত জনগনের।ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রায়পুর ফ্রেন্ডস ফোরাম লক্ষ্মীপুর জেলার চরাঞ্চল এলাকায় ঈদের আনন্দ থেকে যেন বঞ্চিত না হয় তাই ব্যতিক্রমী আয়োজন করে ” ঈদ সামগ্রী বিতরণ ” কার্যক্রম। বৃহস্পতিবার সকালে রায়পুর উপজেলার দূর্গম এলাকা চরকাচিয়া এবং চর জালিয়ায় হতদরিদ্র জনগণের মাঝে চাল, ডাল, তৈল, সেমাই, চিনি, লবন, পাউরুটি, প্রয়োজনীয় ঔষুধ প্যাকেজিং করে তুলে দেয়া হয়। শুক্রবার সকালে ২য় দিনের কার্যক্রমে চররমনীমোহন, মোল্লারহাট, কমলনগর উপজেলা, রামগতি উপজেলার প্রায় ১৫০ জনের হাতে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রী গ্রহন করতে আসা চরকাচিয়ার ৬০ বছরের বৃদ্ধ আমেনা বেগম বলেন, এই চর থেকে রায়পুর অনেক দুর। দু’বেলা খেতে পারি না, তার উপরে ঈদ কি আর গরিব মানুষের জন্য আসে বাজান? তবুও ঈদের আগে এত খাদ্য সামগ্রী বিতরন করায় ফ্রেন্ডস ফোরামকে ধন্যবাদ। রায়পুর ফ্রেন্ডস ফোরাম এর সভাপতি তুহিন চৌধুরী বলেন, আমাদের সাঃসম্পাদক ডেন্টিস্ট মুরাদ নদীভাঙন কবলিত উপকূলীয় এলাকায় সহযোগিতার প্রস্তাব করেছিলো। আমরা সবাই একমত হয়ে এই কাজটি হাতে নেই।
এই কাজে আমাদের শোভাকাঙ্খী, উপদেষ্টা কাজী শহিদ ইসলাম পাপুল, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, সম্মানিত সদস্যবৃন্দ সহ অন্যরা, কার্যনির্বাহীর সদস্যরা সহযোগিতা করেন এবং করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা জনপ্রতি প্রায় ১হাজার টাকার প্যাকেট করেছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই কার্যক্রম।
0Share