নিজস্ব প্রতিনিধি: রোহিঙ্গা মুসলিমদের দৈনন্দিন নামাজের সুবিধার্থে একটি অস্থায়ী মসজিদ, শিশুদের জন্য মক্তব নির্মাণ, বিশুদ্ধ পানির জন্য সাতটি নলকূপ এবং তিনটি স্যানিটারি টয়লেট নির্মাণে বন্ধুদের সহায়তায় প্রায় ১০ লাখ টাকার সাহায্য দিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ব্যবসায়ী রিয়াজ উদ্দিন।শুক্রবার(১৫ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয় এলাকায় ত্রান সামগ্রী বিতরণের সময় স্থানীয়দের সহযোগিতায় এসব সহায়তা দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন ঢাকার ফরায়েজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোক্তার হোসেন, মানবাধিকার কমিশন ঢাকা উত্তর শাখার সভাপতি তামিম, ঢাকার বনশ্রী জমজম মসজিদের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, মাকের্নটাইল ইনস্যুরেন্স লিঃ এর ডিএমডি মিজানুর রহমান এবং ব্যবসায়ী শহীদ উদ্দিন।
ত্রাণ সহায়তার সময় স্থানীয় মাওলানা কেয়ামত উল্লাহ জানান ‘শরনার্থী যারা এসেছেন তাদের মধ্যে মুসলমানদের ইবাদতের জন্য কোন ব্যবস্থা নেই। স্থানীয় হোয়াইটং ইউপি চেয়ারম্যান নুর আহম্মদ জানান, “এখানে প্রচুর পরিমান পরিবেশ বান্ধব টয়লেট প্রয়োজন।পরিবেশ দুষন রোধে জনসচেতনতা দরকার।স্থানীয়দের এমন দাবির প্রেক্ষিতে জনাব রিয়াজ বন্ধুদের সহায়তায় এ সকল প্রতিষ্ঠান নির্মানে ব্যক্তিগত মানবিক সহায়তা করেন।
0Share