সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙনে হুমকির মুখে চার গ্রাম

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙনে হুমকির মুখে চার গ্রাম

0
Share

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের ভাঙনে হুমকির মুখে চার গ্রাম

হাসান মাহমুদ শাকিল : লক্ষ্মীপুরে ওয়পদা খালের ভাঙন তীব্র আকার ধারন করেছে। খাল ভাঙনে বিলীন হয়ে গেছে সদর উপজেলার চারটি গ্রামের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধশত বসতবাড়ি ও গাছপালা। বিলীন হয়েছে ফসলী জমি। ভাটার টানে প্রতিনিয়তই ভাঙনের মাত্রা বেড়ে যাচ্ছে। অনেকে একাধিকবার স্থান পরিবর্তন করে বাড়ি-ঘর তৈরি করলেও আবারো হুমকির মুখে রয়েছে তারা। এতে আতংকে রয়েছে চার গ্রামের কয়েক হাজার মানুষ। জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার থেকে পিয়ারপুর বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা দীর্ঘ কয়েক বছর থেকে ওয়াপদা খালের দুই পাড় ভেঙ্গে ধ্বংসের মুখে পড়ে চাঁদখালি, সৈয়দপুর, তালহাটি ও পিয়ারাপুর গ্রাম। এসব গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ ভাঙনের মুখে পড়ে মানবেতর জীবন-যাপন করছে। অনেকেই তাদের ঘর-বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে। তাতেও যেন রক্ষা হয়নি। বারবার খাল ভাঙনের কবলে পড়ছে তারা। অনেকে আবার গৃহহীন হয়ে রাস্তার ধারে কিংবা বাড়ি ভাড়া করে জীবন-যাপন করছেন। স্থানীয়দের ধারণা খালের মাঝখানে পলি জমে পানির স্রোতের বিপরীত পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে প্রতিবছর বর্ষার মৌসুমে খাল এ ভয়াবহ ভাঙনের রুপ নেয়। এলাকাবাসী জানায়, ওয়াপদা খাল ভাঙনে ঘর-বাড়ি, ফসলী জমি ও পূর্ব পুরুষের কবরস্থান হারিয়ে গেছে। যে জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতো আজ সে জমি ভেঙ্গে মানবেতর জীবন যাপন করছে হাজারো মানুষ। চলাচলের রাস্তাটিও ভেঙ্গে যাওয়ায় এখন নৌকায় তাদের একমাত্র ভরসা।

কয়েকবার ঘর-বাড়ি সরিয়েও ভাঙন থেকে নিশ্চিন্ত হতে পারেনি এসব ক্ষতিগ্রস্ত মানুষ। তাই দ্রুত খাল খনন কিংবা তীর রক্ষা বাঁধ নির্মাণ করে ভাঙন থেকে বাঁচাতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছে ক্ষতিগ্রস্তরা। লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু পাটোয়ারী বলেন, সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য একেএমে শাহজাহান কামাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ভাঙন কবলিতে এলাকা পরিদর্শন করেছেন। আশা করি খুব শীঘ্রই সংশ্লিষ্ট মহল ভাঙন রোধে ব্যবস্থা নিবেন। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী বলেন, ওয়াপদা খাল ভাঙন প্রতিরোধ করতে একটি কারিকুলাম বোর্ড গঠন করা হয়েছে। খুব শীঘ্রই ভাঙন ঠেকাতে খাল খনন কিংবা তীর রক্ষা বাঁধ তৈরির আশ্বাস দেন তিনি।

[author image=”https://www.lakshmipur24.com/wp-content/uploads/2017/09/shakil.jpg” ]এ প্রতিবেদনটির প্রতিবেদক হাসান মাহমুদ শাকিল। সদায় হাস্য উজ্জ্বল এ তরুণ নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন লক্ষ্মীপুরের আঞ্চলিক দৈনিক মেঘনার পাড়ে । তিনি লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের হয়ে ও কাজ করছেন অত্যন্ত দক্ষতার সাথে।সাংবাদিকতার পাশাপাশি স্নাতক সম্মান শ্রেনীতে পড়ছেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে। অবসরে প্রকৃতির ছবি তুলতে পছন্দ করেন এ মেধাবি সাংবাদিক। ফেসবুকে তাকে পাবেন Hasan Mahmud নামে[/author]

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরের গন্ধব্যপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

অল্প সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আঘাত করতে পারে : এ্যানি

উপকূলের ক্ষতিগ্রস্থ ৩ হাজার কৃষক পেল প্রণোদনা, রবি প্রণোদনা পাচ্ছে আরো ৪ হাজার ৩৭৫জন কৃষক

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com