নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সংবাদ সংগ্রহ করার জেরে রাকিব হোসাইন রনি নামের এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে আজাদ নামের এক জন। এর আগে সংবাদ প্রকাশের জেরে ক্ষীপ্ত হয়ে ইসমাইল হোসেন জবু নামের এক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করে সুমন নামের অপর আরেকজন।
সাংবাদিক রাকিব হোসাইন রনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ও অনলাইন পত্রিকা শীর্ষ সংবাদের নির্বাহী সম্পাদক এবং পৌর শহরের বাঞ্চানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের সোনালী কলোনী এলাকায় জহির নামে এক প্রবাসীর বাউন্ডারী দেয়াল ভেঙে হামলা চালিয়ে ঘর দখল এবং লুটপাট করে আজাদের নেতৃত্বে তার অনুসারীরা। এ সময় দু’জন আহত হয়। এমন খবর পেয়ে ঘটনাস্থলের ছবি ধারণ ও সংবাদ সংগ্রহ করে সাংবাদিক রাকিব হোসাইন রনি। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আজাদ। এক পর্যায়ে ওই সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করবে বলেও হুমকি দেয় সে।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্থরা সদর থানায় হামলা, ভাংচুর ও লুটপাটের মামলা করলে, পুলিশ আজাদসহ দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে আজাদ জামিনে বেরিয়ে এসে আপন বোন আনোয়ারা বেগমকে বাদী করে সাংবাদিকসহ কয়েক জনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে। আজাদ লক্ষ্মীপুর সোনালী কলোনী এলাকার মোহাম্মদ উল্যার ছেলে।
সাংবাদিক রাকিব হোসাইন রনি জানান, আজাদ এলাকার চিহ্নিত দখলদার। তার বিরুদ্ধে এলাকায় ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। এর আগেও সে ওই এলাকার অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। প্রবাসীর বাড়িতে হামলার সংবাদ সংগ্রহ করায় সে ক্ষিপ্ত হয়ে নিজ বোনকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানাই।
সাংবাদিক ও সংবাদপত্র সংক্রান্ত আরো খবর:
লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন
বাড়িতে ডেকে নিয়ে সাংবাদিককে পেটালেন আ.লীগ নেতা
রামগঞ্জে সাংবাদিকদের মধ্যে ঐক্যের ডাক
এমপি আবদুল্লাহর প্রেস সচিব রাসেল পাটওয়ারী
খোলা কাগজ’র লক্ষ্মীপুর প্রতিনিধি রাফি
0Share