নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়েছে।সোমবার ( ১৬ অক্টোবর) তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোঃ সিরাজুল ইসলাম এনডিসি। আগামী ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।
এ নির্বাচন উপলক্ষ্যে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির রায়পুর উপজেলার জীবন সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।শুক্রবার ( ২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ঢাকার সেগুনবাগিচা এলাকার “বাগিচা রেষ্টুরেন্টে” লক্ষ্মীপুর জেলা সমিতির রায়পুর উপজেলার সকল জীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন, সংগঠনটির জীবন সদস্য, রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী, শিল্পপতি টিপু সুলতান এবং শিক্ষানুরাগি বেল্লাল হোসেন ভুইয়া।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ি ১৬-২০ অক্টোবর ভোটার তালিকার আপত্তি জানানো যাবে এবং ২০ অক্টোবর সন্ধ্যায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬-২৭ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ নভেম্বর। প্রার্থী তালিকা প্রকাশ ৬ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৮ নভেম্বর। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ নভেম্বর।
সর্বশেষ ১৯৯৯ সালে অতিহ্যবাহী এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
0Share