নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সাগর উত্তাল হয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৯ শে অক্টবর রাত ৮টায় গভীর নিন্মচাপ টি মংলা সমুদ্র বন্দর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো। এটি উত্তর উত্তর পুর্বো দিকে অগ্রসর হচ্ছে।
নিন্মচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভিতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৫৩ কিলোমিটার যা সর্বোচ্চ ৭১ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বঙ্গপসাগরে অবস্থিত নিন্মচাপ টি গভীর নিন্মচাপে পরিনত হয়েছে এবং এটি উত্তর পশ্চিম বঙ্গপসাগরে অবস্থান করছে। এটি ঘূর্ণিঝড়ে পরিনত না হলেও এটি প্রায় একটি ছোটখাটো ঘূর্ণিঝড় এর শক্তিতে উত্তর উড়িস্যা, কলকাতা উপকূল আজ গভীর রাতে অতিক্রম করতেপারে। অতিক্রম এর সময় ঐসকল এলাকায় ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যেতেপারে।
নোয়াখালি, ফেনী, চট্টগ্রাম উপকূল প্রবল দমকা হাওয়ার সমুক্ষিন হতেপারে ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত। ও স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট জলস্স্যাস হতেপারে। আবহাওয়া বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান থাকায় সমুদ্র সহ দেশের কিছু কিছু স্থানে আকস্মিকভাবে স্থানিয় ঘূর্ণিঝড় / টর্নেডো হলেও হতেপারে।
0Share