নিজস্ব প্রতিনিধি: জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল দিয়েছে বিসিবি। বুধবার ( ৬ ডিসেম্বর) জুনিয়র পর্যায়ের নির্বাচক এহসানুল হক সিজান, সাজ্জাদ আহমেদ, হান্নান সরকার, হাসিবুল হোসেন শান্ত ও কোচ ডেমিয়েন রাইট এ দল ঘোষণা করেন।
এ দলে প্রথম বারের মতো চান্স পেয়েছে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ রাব্বি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এবার বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে- ইংল্যান্ড, কানাডা ও নামিবিয়াকে। ১৫ জানুয়ারি প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে নামবে হাসান মাহমুদ রাব্বি।হাসান মাহমুদ (রাব্বি) লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের ৬নং ওয়ার্ডের মো. ফারুক হোসেনের ছেলে এবং লক্ষ্মীপুর হাইফাই ক্রীড়া চক্রের নিয়মিত খেলোয়ার।
এবারের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: পিনাক ঘোষ, নাঈম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, মোহাম্মদ রকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন (উইকেটকিপার), শাকিল হোসেন (উইকেটকিপার), রবিউল হক, নাঈম হাসান, কাজি অনিক ইসলাম, মোঃ রনি হোসেন, হাসান মাহমুদ, টিপু সুলতান।
স্ট্যান্ডবাই: মো সজীব হোসেন, রায়ান রাফসান রহমান, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মোঃসাইদুল ইসলাম প্রামাণিক, ইয়াসিন আরাফাত, আব্দুল হালিম, মনিরুল ইসলাম।
লক্ষীপুরের হাসান মাহমুদ রাব্বি। এর আগে সে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। সেখানে বাংলাদেশ সেমিফাইনালে উন্নীত হয়। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএলে তিনি অতি সম্প্রতি খুলনা টাইটান্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বিষয় গুলো নিশ্চিত করেছেন, লক্ষ্মীপুরের হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের পরিচালক মহসীন কবির ভুঁইয়া ও স্থানীয় কোচ মনির হোসেন।হাসান মাহমুদ একজন ফাস্ট বোলার। ইতোমধ্যে সে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৮ দলে সুনামের সাথে খেলে আসছিল।হাসান মাহমুদই লক্ষ্মীপুরের একমাত্র খেলোয়ার যে বিশ্বকাপ ক্রিকেটে খেলবে।
0Share