সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনলাইন আকাশবার্তার বর্ষপুর্তি পালন

লক্ষ্মীপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনলাইন আকাশবার্তার বর্ষপুর্তি পালন

লক্ষ্মীপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনলাইন আকাশবার্তার বর্ষপুর্তি পালন

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আকাশবার্তাবিডি ডটকম এর প্রথম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথি ও সূধীজনদের স্বাগত জানান, আকাশবার্তার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. আলী হোসেনসহ অন্যান্যরা। বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রাজমুকুট কমিউনিটি সেন্টারে বর্ষপুর্তি পালনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্ষপুর্তি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সকাল ১০টায় প্রথমে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আকাশবার্তার সম্পাদক ও প্রকাশক মো. আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আ.লীগ সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার আহ্বায়ক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, রয়েল হসপিটালের চেয়ারম্যান ডা. মো. সোলায়মান, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ মো. নুরুল ইসলাম, আমানীলক্ষ্মীপুর বেগম হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-কামাল মাহমুদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, এক্স ক্যাডেট এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বুলু, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনোয়ার হোসেন আজাদ, এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চ্যানেলটুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন, বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, জেলা জাতীয় পার্টির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, জেলা ছাত্রলীগের অন্যতম সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সহ-সভাপতি অহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, ভোরের ডাক প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাহাদাত হোসেন দিপু, সাংবাদিক মনির হোসেন, মাহবুব সৈকত, রাকিব হোসেন আপ্র, স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম ও ওবায়দুল হক হিরন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাহাদাত হোসেন মাসুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
আলোচনায় বক্তারা গত একবছরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আকাশবার্তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে আকাশবার্তার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ইমন হোসেন জিহাদ, দ্বিতীয় সাহাদাত হোসেন সাওন ও তৃতীয় সোহাগ হোসাইনসহ ২০জনকে ক্রেষ্ট ও নগদ টাকা পুরস্কৃত করা হয়।
সবশেষে আকাশবার্তার প্রথম বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় আনন্দঘন এক পরিবেশ উপভোগ করেন অতিথিবৃন্দসহ সবাই।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com