নিজস্ব প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকার সমিতির বাজার নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত ও ১৫জন গুরুতর আহত হয়। মঙ্গলবার বিকেলে বালু ভর্তি ট্রাক ও লক্ষ্মীপুরের যাত্রীবাহী জোনাকী বাসের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ এলাকায় চট্টগ্রাম অভিমুখী জোনাকী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সাথে বালুভর্তি একটি ট্রাকের সংঘর্ষে সড়ক দূঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। দূর্ঘটনায় আহত ১৫ জনকে আশংকাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাস নম্বর : লক্ষ্মীপুর ব-১১-০০০৯ ও ট্রাক নম্বর- চট্টমেট্রো ট -১১-৪০০২। তাৎক্ষনিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এস আই) মাহবুব সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হওয়ার সত্যতা স্বীকার করেন। ফেনীর মহিপাল হাইওয়ে ওসি আবদুল আউয়াল জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
0Share