নিজস্ব প্রতিনিধি: কলেজ ছাত্র মো. সাগর হোসেন। ২ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী। কিন্তু সে এখন অসুস্থ্য হয়ে বিছানায় শুয়ে আছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ৭ ব্যাগ রক্ত দিলেও সুস্থ হয়নি সে ছাত্রটি। আশপাশের লোকজনের সহযোগীতায় তাকে লক্ষ্মীপুরসহ মাইজদি ও ঢাকা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে কোন স্বল্পমেয়াদী চিকিৎসা দিতে পারেননি। তবে তারা চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হতে পারে। এরজন্য দরকার সবার আর্থিক সহযোগীতা।
সাগর হোসেন লক্ষ্মীপুর সরকারি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। এছাড়া সে একই কলেজের রোভার ইউনিটের একজন সক্রিয় সদস্য। সাগরের বাবা মো. ইয়াসিন লক্ষ্মীপুর পৌরসভার একজন অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী। তারা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ঈমান আলী ছকিদার বাড়ির বাসিন্দা।
এদিকে সাগরকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া অত্যন্ত প্রয়োজন। এরজন্য প্রায় ৮০ হাজার টাকার ব্যয় হতে পারে তার পরিবার থেকে জানা গেছে। তার বাবার পক্ষে চিকিৎসার খরচ বহন করার সম্ভব নয়। তাই সবার আর্থিক সহযোগীতা পেলে সাগরের উন্নত চিকিৎসা করা সম্ভব। উন্নত চিকিৎসা পেলে সুস্থ্য হয়ে সে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ তার চিকিৎসার জন্য এগিয়ে আসলে সে সুস্থ্যভাবে জীবন-যাপন করতে পারবে।
সহযোগীতার জন্য যোগাযোগ- সাগর হোসেন, মোবাইল-০১৯২৪৯৩৬৬৪৪, তাঁর চাচা রাকিব হোসেন, ০১৭৪১৪৪৪৩৭৩ (বিকাশ ব্যক্তিগত), লক্ষ্মীপুর সরকারি কলেজের রোভারমেট মো. রাকিব হোসেন, ০১৬২৬৯২৯৫৮১ (বিকাশ ব্যক্তিগত)।
0Share