নিজস্ব প্রতিনিধি : ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ থানা রোডস্থ নবনির্মিত প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় দেশ, জাতির কল্যাণসহ নির্যাতিত মানুষের বন্ধু হিসাবে সাংবাদিক সমাজের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মো. মহসিন, ডা. আব্দুল কাদের বাহার, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, প্রেসক্লাবের সহ-সভাপতি অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, প্রচার সম্পাদক সাহাদাৎ হোসেন দিপু, কার্যনির্বাহী সদস্য আব্দুন নূর, সিনিয়র সদস্য মো. মহসীন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ মো. আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ উত্তর বাজার জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওঃ মো. আবুল হোসেন, ইউনিয়ন পরিষদ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওঃ মো. রেদোয়ান হোসেন ও মাওঃ মো. আব্দুল হাই উপস্থিত ছিলেন। পরে দোয়া পরিচালনা করেন, হাফেজ মাওঃ মো. আবুল হোসেন।
এ দিকে ১৪ মার্চ লক্ষ্মীপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক ভিশন-লক্ষ্মীপুর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়। কেক কাটা ও দোয়া শেষে অতিথিবৃন্দ দৈনিক ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন।
0Share