নিজস্ব প্রতিনিধি, রায়পুর: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ৩’শ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, প্রেসক্লাব, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্তরে শহিদ বেধিতে পুষ্প মাল্যদিয়ে শ্রদ্ধা নিবেদন জানান। সোমবার দুপুরে শহরের মার্চ্চেন্টস একাডেমীর মাঠে প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সময়ে উপজেলার ১৮০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে জাতীয় সংগীত পরিবেশন করেন। ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ সহ¯্রাধিক শিক্ষার্থী কুচকাওয়াজে অংশগ্রহন করে এবং বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করা হয়। একই সময়ে মার্চ্চেন্টস একাডেমীর মাঠে মেহরুনন্নেছা হাসপাতাল (প্রাঃ) ও হায়দরগঞ্জ বাজারে সামাজিক সংগঠন হায়দরগঞ্জ ইউনিটির উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্ত সালেহ্ আহম্মেদের স ালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, মেয়র ইসমাইল খোকন, ইউএনও শিল্পি রানী রায়, এসিল্যান্ড মো: মোহতাছেম বিল্লাহ, ওসি একেএম আজিজুর রহমান মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. মঞ্জুর আলম, আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, আ’লীগ নেতা রফিকুল হায়দার বাবুল পাঠান ও এ্যাড. মিজানুর রহমান মুন্সি প্রমূখ।
পৃথকভাবে আ’লীগ ও বিএনপির উদ্যোগে সভা ও শহরে বর্ণাঢ্য র্যালি হয়। এতে প্রাইম ব্যাংকের সামনে আ’লীগের সভায় বক্তব্য রাখেন ও র্যালিতে অংশগ্রহন করেন, বিশিষ্ট শিল্পপতি ও কুয়েত আ”লীগের আহ্বায়ক কাজী শহিদুল ইসলাম পাপুল, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, পৌর আ’লীগের সভাপতি কাজী জামশেদ কবীর বাক্কি বিল্লাহ প্রমূখ। একই সময়ে গাজী মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, পৌর সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানী, সাধারন সম্পাদক আব্দুর জাহের, এ্যাড. জাকির হোসেন, যুবদল নেতা এমরান হোসেন, ইকবাল হোসেন পাটওয়ারী, ছাত্রদল নেতা ফয়সাল হোসেন প্রমূখ।
0Share