নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার প্রথম ইন্টারনেট ভিত্তিক সংবাদপত্র তথা অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর আজ (২৬ মার্চ) ৭ম বর্ষে পদার্পণ করলো। অব্যাহত প্রকাশনার নতুন বছরে পত্রিকাটির পক্ষ থেকে এর পাঠক, সাংবাদিক, লেখকসহ বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লক্ষ্মীপুর জেলার সকল নাগরিকদের শুভেচ্ছা। চলতি বছরের শেষ নাগাদ একটি অনুষ্ঠানের পরিকল্পনা করছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কর্তৃপক্ষ। সে জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও ৭ম বর্ষ পদার্পণ উপলক্ষ্যে কোন ধরনের অনুষ্ঠান করা হয়নি। অনুষ্ঠান না করলেও পৃথিবী ব্যাপি ছড়িয়ে থাকা পাঠক এবং শুভাকাঙ্খিরা ৭ম বর্ষে পর্দাপণ লক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
::::শুভেচ্ছা জানিয়ে যারা প্রতিক্রিয়া দিয়েছে তাদের মধ্যে কয়েকজনের প্রতিক্রিয়া এমন:::
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহাজাহান কামাল এমপি বলেন,
এ পত্রিকাটির মাধ্যমে লক্ষ্মীপুরের উন্নয়নধর্মী অনেক সংবাদ প্রচার হচ্ছে, এটি একটি শুভ দিক।
সহকারি জজ এমদাদ হোসেন বলেন,
নিজের জেলার সংবাদ পেতে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ওপর ভরসা রাখতে পারি।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান বলেন,
সময়ের সেরা অনলাইন প্রচার মাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের অগ্রগতিতে জেলার ইতিহাস , ঐতিহ্য এবং উন্নয়নের খবর আরো বেশি বিকশিত হবে।
সহকারি পুলিশ সুপার মিরাজুর রহমান পাটোয়ারি বলেন,
লক্ষ্মীপুরটোয়েন্টিফোর লক্ষ্মীপুর জেলার ডিজিটাল তথ্য ভান্ডার কে সমৃদ্ধ করেছে।
জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন,
এখন ইন্টারনেটে লক্ষ্মীপুর মানেই লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি ও বিশিষ্ট রাজনীতিবিদ ড. বদরুল হাসান কচি বলেন,
অবিশ্বাস গতিতে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান বলেন, এটা সত্যিই দারুণ বিষয়।
ভারতের বিখ্যাত দৈনিক যুগশঙ্খের প্রধান প্রতিবেদক রক্তিম দাস বলেন,
কলকাতা থেকে অভিনন্দন এপার বাংলায় বসে ওটায় আমার দেশের খবর পাই বলে।
উপকূল দিবসের জনক ও উপকূল সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মনটু বলেন,
লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এগিয়ে যাক প্রগতির পথ ধরে। তার পদচারণা ইতিবাচক প্রভাব ফেলুক সমাজের সকল স্তরে। লাখো নয়, কোটি পাঠকের কাছে পৌঁছে যাক জনপ্রিয় এ সংবাদমাধ্যম। শুভ কামনা সংসক্ষণ।
লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার বলেন,
মফস্বলে একটি গণমাধ্যমের এত পাঠক হতে পারে তা লক্ষ্মীপুরটোয়েন্টিফোর না দেখলে বুঝা যায় না, এটা সত্যিই ঈর্ষনীয় বিষয়।
ঢাকার সাংবাদিক জিল্লুর রহমান বলেন,
মফস্বলে একটি অনলাইন নিউজ পোর্টাল তার বস্তুনিষ্ঠতা এবং সংবাদ মানের ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ ৬ বছর অতিক্রম করলো, যা আমাদের লক্ষ্মীপুরের সাংবাদিকতা ও সংবাদ মাধ্যমের ইতিহাসকে করছে সমৃদ্ধ । উন্নয়ন, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা এসব বিষয়ে নানা অনুসন্ধানী রিপোর্ট লক্ষ্মীপুর ২৪ এর গ্রহনযোগ্যতাকে আরো শক্তিশালী করেছে।
লক্ষ্মীপুরের সাংবাদিক কাজল কায়েস বলেন,
অাকাশচুম্বি সাফল্যে আরো ভরপুর হোক লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডট কম । গণমানুষের হয়ে থাকুক আজীবন । শুভ কামনা নিরন্তন ।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হোসেন বলেন,
আলাদা বৈশিষ্ট্য থাকা মানেই লক্ষ্মীপুর টুয়েন্টিফোর। সব সময় ভিন্নভাবে একটি সংবাদ তুলে ধরার ধারাবাহিকতা আছে এই মাধ্যমটির।
নিরাপদ সড়ক আন্দোলনের লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যাপক কার্তিক সেন গুপ্ত বলেন, সত্যিই দারুণ করছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সহযোগি অনলাইন গণমাধ্যম শীর্ষ সংবাদের সম্পাদক নজরুল ইসলাম জয় বলেন,
আমার মতে অনলাইন সংবাদপত্র মানে একটি চুলকানি। আর এই চুলকানিকে লক্ষ্মীপুরে ধারাবাহিক ভাবে রোগে পরিণত করেছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
কলেজ শিক্ষক ও ফ্রিল্যান্স সাংবাদিক সরোয়ার মিরন বলেন,
এ ছাড়া আরো অগণিত পাঠক ও শুভ্যানুধায়ি তাদের প্রতিক্রিয়া জানানো অব্যাহত রেখেছেন।
0Share