নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জের শিশু নুশরাতের নৃশংস হত্যার ঘটনায় বিচারের দাবীতে উত্তাল রামগঞ্জ। একই সময়ে এ ঘটনায় লক্ষ্মীপুরের ফেসবুক ব্যবহারকারী ওয়ার ছেয়ে গেছে শোকবার্তায়। জেলা বিভিন্ন শ্রেনী পেশার সকল মানুষ এ নৃশংস হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেছেন। মঙ্গলবার (২৭ মার্চ) রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও হোটাটিয়া গ্রামের সাধারণ মানুষ এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মোতালেবের সঞ্চালনায় ও পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে কর্মসূচি শেষে বক্তব্য রাখেন পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হোসেন নয়ন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও সাংবাদিক খালেদ মাহমুদ ফারুক, সাংবাদিক আবু তাহের, পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নূর হোসেন, মোঃ মনির হোসেনম, মোঃ আমির হোসেন প্রমূখ।
প্রসঙ্গত ২৩মার্চ শুক্রবার দুপুরে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও কালু মেস্ত্রী বাড়ীর প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের তিনদিন পর ২৬মার্চ সোমবার সকালে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুরবাড়ীর সামনের ব্রীজের নিছ থেকে শিশু নুশরাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ।
শিশু নুশরাতের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় সোমবার রাতে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
0Share