সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সমিতির বাজারে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে শনিবার বিকেলে উপ-সহকারী প্রকৌশলী ও সংস্লিষ্ট ঠিকাদারকে লাজ্ঞিত ও কয়েক জন শ্রমিককে মারধর করেছে ক্ষুব্দ গ্রামবাসী। তছলিম হোসেন,আরিফ হোসেন,মজিবুল হক সহ এলাকার ক্ষুব্দ কয়েকজন জানায়,লক্ষ্মীপুর এল,জি,ইডি অধিদপ্তরের ১ কোটি ২৪ ল টাকার অর্থায়নে রামগঞ্জ উপজেলার চৌমুহনী-জকসিন সড়কের সমিতির বাজার ডোমরিয়া গ্রাম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু করেন মেসার্স আহসান হাবিব অরুন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান, তাদের নিকট থেকে কাজটি সাব-কন্ট্রাক্টকনেয় ঠিকাদার সালাউদ্দিন ও ইমতিয়াজ। তারা রাস্তার পুরাতন কার্পেটি তুলে কোন প্রকার লেভেলিং কিংবা প্রাইন কোর্ট না করে বিটুমির সাথে পোড়া মবিল মিশিয়ে নাম মাত্র কার্পেটি করেন। শুক্রবার করা রাস্তার কার্পেটিং রাতে নষ্ট হয়ে পড়ে পোড়া মবিল সরে গিয়ে শনিবার রাস্তার সাদা পাথর দেখা যায়। শনিবার গ্রামবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করতে সড়কে জমায়েত হলে সাব-কন্ট্রাক্টর সালাউদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী তৌহিদ উদ্দিন উপস্থিত হওয়া মাত্রই উত্তেজিত জনতা তাদেরকে লঞ্চিত করেন। এ সময় গ্রামবাসী ২টি ড্রাম পোড়া মবিল আটক করলে সাফ-ঠিকাদার ইমতিয়াজ কৌশলে গাড়িটি সরিয়ে নেয়। দরবেশপুর ইউপি আ‘লীগের সভাপতি নুর হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক ইমান হোসেন বলেন, ঠিকাদার এবং প্রকৌশলী যোগ-সাজসে নাম মাত্র সংস্কার কাজ দেখিয়ে টাকা লুটপাটের চেষ্টা করছে। বিটুমীর সাথে সিডিউল অনুযায়ী কেরোসিন না দিয়ে পোড়া মবিল দিয়ে কার্পেটিং করতে বাধা দেন তারা।
এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আহসান হাবিব অরুনের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রামগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তৌহিদ উদ্দিন বলেন,অর্ধেক বিটুমির সাথে অর্ধেক কেরোসিন মিশিয়ে প্রাইন কোট করে ২৫ ইঞ্চি কার্পেটিং করা হচ্ছে।
0Share