তাবারক হোসেন আজাদ: রামগঞ্জের মাদরাসা ছাত্রী শিশু নুসরাত হত্যাকারীর নরপশু রুবেলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের রায়পুরে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার বিকেলে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুগান্তর সুজন সমাবেশের সভাপতি ও রায়পুর ফ্রেন্ডস ফোরাম সভাপতি তুহিন চৌধুরী, কেন্দ্রীয় খেলাঘর কমিটির সদস্য এমএ রহিম, ধানসিঁড়ি খেলাঘর আসরের সভাপতি ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের, সবুজসেনা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আলিম উল্যা পিন্টু, সহকারি শিক্ষিকা রুবিনা, নোয়াখালী সুবর্ণচর নাগরিক কমিটির সভাপতি আহসান হাবীব, রায়পুর স্টারের এডমিন মোঃ সোহেল, রায়পুর ব্লাড ব্যাংকের সভাপতি সাইমুন ভূঁইয়া, আলোকিত রায়পুরের প্রতিষ্ঠাতা রুবেল আপন, ইউনিটির সভাপতি মাসুম বিল্লাহ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি মোঃ কাজল, চরপাতা ফোরাম প্রতিনিধি জহির রহমান প্রমূখ।
গত ২৩ মার্চ রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের কালা মেস্ত্রী বাড়ির প্রবাসী এরশাদ মিয়ার মাদ্্রাসা পড়–য়া ৮ বছরের শিশুকন্যাকে একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শাহ আলম রুবেল ধর্ষণ করে হত্যা করে কা নপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ির ব্রীজের নিচে ফেলে দেয়। ২৬ মার্চ সকালে রামগঞ্জ থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পরে ২ এপ্রিল খুলনা মেট্টো পুলিশের সহযোগিতায় রামগঞ্জ থানা পুলিশ রুবেলকে গ্রেফতার করে।
0Share