নিজস্ব প্রতিনিধি: আবহাওয়ার পূর্বাভাস বলছে লঘুচাপের কারণে সোম ও মঙ্গলবারও ঝড়ো হাওয়া আর ভারি বর্ষণ চলবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাসও রয়েছে। সোমবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুরসহ সারা দেশে বজ্রপাতসহ বৃষ্টি নামে। এসময় ৭৩ কিলোমিটার বেগে কালবৈশাখীও বয়ে যায়। বৃষ্টিতে লক্ষ্মীপুরের চরাঞ্চলে সয়াবিন চাষীরা দূঃচিন্তায় পড়ে। সোমবার বেলা ৩টা পর্যন্ত সারা দেশে বজ্রপাতে ৪ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে রোববার (২৯ এপ্রিল) সারাদেশে েএকদিনে বজ্রপাতে মৃত্যু হয়েছে ২২ জনের।
আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এসময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
0Share