নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র এবং গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কমলনগগর উপজেলার চরপাগলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুরাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মুরাদ ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। সে চরকালকিনি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, নিজ বাড়িতে পানি উত্তোলনের মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় স্কুলছাত্র মুরাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চরকালকিনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকালে রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরগোসাই এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মমতাজ বেগম (৩৮) নামে এক নারী মৃত্যু হয়েছে। নিহত মমতাজ ওই এলাকার মো. মহিউদ্দিনের স্ত্রী। স্থানীয় চররমিজ ইউনিয়ন পরিষদের সদস্য মো. নোমান জানান, গত দুই থেকে তিন দিন আগে ঝড়ে গাছের ঢাল ভেঙে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার বিচ্ছিন্ন হয়ে বাড়ির পাশের রাস্তায় পড়ে থাকে। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে হাঁটার সময় অসাবধানতাবসত মমতাজ ওই তারের সঙে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পল্লী বিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
0Share