নিজস্ব প্রতিনিধি, রামগতি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ঘূর্ণিঝড় মোবাবেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) আয়োজিত সিপিপি’র মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মে) বিকেল ৪ টায় উপজেলার রামগতি বিবিকে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সিপিপি’র মহড়াটি শুরু হয়।সিপিপি’র নোয়াখালীর উপ-পরিচালক শারাফাত হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্যাহ সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী, সিপিপি’র স্বেচ্ছাসেবকবৃন্দ, সাংবাদিক সহ প্রমুখ।
উপকূলীয় অঞ্চল দুর্যোগপ্রবন এলাকা তাই এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া। সিপিপি’র ওই মহড়ার মাধ্যমে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের রামগতির মানুষকে ঘূর্ণিঝড় সম্পর্কে জানান দিতে বিভিন্ন ধরনের চিত্র ও সম্ভাব্য দুর্যোগ মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি তুলে ধরা হয়।
0Share