সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২৫ হাজার গ্রামবাসীর ভাগ্যে ৩২ বছর আগের সাঁকো

লক্ষ্মীপুরে ২৫ হাজার গ্রামবাসীর ভাগ্যে ৩২ বছর আগের সাঁকো

লক্ষ্মীপুরে ২৫ হাজার গ্রামবাসীর ভাগ্যে ৩২ বছর আগের সাঁকো

তাবারক হোসেন আজাদ, রায়পুর:  ১৩টি গ্রাম ও ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় ২৫ হাজার গ্রামবাসীর ডাকাতিয়া নদী পারাপারে একমাত্র বাঁশের সাঁকোই তাঁদের ভরসা। প্রায় ৩২ বছর আগে গ্রামবাসীর নিজ উদ্যোগে ও নিজ খরচে তৈরি করেছেন এ সাঁকোটি। মাঝেমধ্যে প্রবল বৃষ্টি হলে বন্যার পানির তোড়ে সাঁকো ভেসে যায়। সাঁকোটি নির্মানের আগে গ্রামবাসীরা তার আগে পারাপার হতেন নৌকা দিয়ে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের গাজীনগর গ্রামের চিত্র এটি।
গ্রামবাসীর অভিযোগ, উপজেলার প্রায় ইউনিয়নে কম-বেশি উন্নয়ন কাজ চললেও তাঁদের ইউনিয়নে প্রয়োজনীয় রাস্তা, সেতু ও কালভার্ট নির্মিত হয়নি। এতে গ্রামবাসীর চলাচলের চরমদূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সরকার বা জনপ্রতিনিধিদের অপেক্ষায় না থেকে গ্রামবাসীরা তাদের নিজেদের উদ্যোগে ডাকাতিয়া নদী পারাপারে সাঁকোটি তৈরি করেন। ১৩টি গ্রামের প্রায় ২৫ হাজার ভোটারসহ বসবাসকারী অর্ধলক্ষাধিক মানুষ প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন। দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় স্কুল, কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ পথচারীরা ভোগান্তির মধ্যে রয়েছেন। নদীর দু’পাশের সড়কটি পাকা হয়ে গেলেও এখন পর্যন্ত অই স্থানে একটি সেততু নির্মাণ করা হচ্ছে না।
এছাড়াও বিভিন্ন সময়ে সকল নির্বাচনে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সেতু নির্মাণের কথা বললেও তা ভুলে যান। ৭০ ফুট দীর্ঘ এই সাঁকোটিও যেকোনও সময় ভেঙে পড়ার আশংকায় রয়েছেন গ্রামবাসী।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঁশের এই সাঁকোই একমাত্র ভরসা চরপাতা ইউনিয়নের শায়েস্তানগর ইসলামি মিশন দাখিল মাদ্রাসা, শায়েস্তানগর বানাতুল মুসলেমিন দাখিল মাদ্রাসা, গাজীনগর চরপাতা দারুসন্নত দাখিল মাদ্রসা ও চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহমুবা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী। এছাড়াও ১০ নং রায়পুর ইউনিয়নের পূর্বলাছ, দেবিপুর, চরপলোয়ান, গাজীনগর, চরপাতা, ফদিরগঞ্জ উপজেলার পশ্চিম ও দক্ষিন আলোনিয়া, বিরামপুর, সন্দেশপুর, সাহেবগঞ্জসহ ১৩টি গ্রামের প্রায় ২৫ হাজার গ্রামবাসীর জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ, নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। শুধু তাই নয় দূরদূরান্ত থেকে আসা মানুষ এবং ছোট ছোট যানবাহন চলাচল করতে হচ্ছে এই সাঁকো দিয়ে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
নদীর তীরবর্তী শায়েস্তানগর ইসলামীয়া মিশন দাখিল মাদ্রসারা সুপার শেখ মো. আবদুল কুদ্দুছ ফারুকী বলেন, ‘ডাকাতিয়া নদীর এ অংশের উপর ব্রিজ নির্মাণ করা হলে গ্রামবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থদের যাতায়াতসহ কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে।’ ‘ব্রীজ না থাকায় এই ইউনিয়নটি আজ অবহেলিত। বর্ষাকালে সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা থাকে না। তাই ব্রিজ নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
৫নং চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ‘দেশ স্বাধীনের ৪৭ বছর পরে ও ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ‘ডাকাতিয়া নদীর এ অংশের উপর ব্রিজ নির্মাণ করা হলে গ্রামবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উপকার হবে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়া জানান, ডাকাতিয়া নদীর ওই অংশে ব্রীজ নির্মানের জন্য প্রকল্প ফাইল মন্ত্রনালয়ে জমা দেওয়া হয়েছে। বাজেট আসলেই ব্রীজ নির্মান করা হবে।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরের গন্ধব্যপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করলো কোডেক

উপকূলীয় অঞ্চলে শাক-সবজির বীজ বিতরণ করলো কোডেক

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

অল্প সময়ের মধ্যে নির্বাচন না হলে ফ্যাসিস্ট ষড়যন্ত্র আঘাত করতে পারে : এ্যানি

উপকূলের ক্ষতিগ্রস্থ ৩ হাজার কৃষক পেল প্রণোদনা, রবি প্রণোদনা পাচ্ছে আরো ৪ হাজার ৩৭৫জন কৃষক

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com