নিজস্ব প্রতিনিধি :: লক্ষ্মীপুর-রামগতি সড়কের রামদয়াল থেকে বিবিরহাট অংশ এক সড়ক বলা যাবে না। অথচ উপজেলার দক্ষিনাঞ্চলের লখো মানুষকে পাড়ি দিতে হয় সড়কটি। ছয় কিলোমিটারের সড়কটিতে রয়েছে শতাধিক বড় গর্ত। পানি ঝমে নদী রূপ ধারন করে হাল মৌসুমে। অনেকটা উত্তাল সাগর পাড়ি দেয়ার মত দুঃসাধ্য হয়ে উঠেছে যান চলাচল। গত এক দশকেও হয়নি রাস্তাটির কোন সংস্কার। ফলে মরণ ফাঁদে রূপ নিয়েছে রামগতির ব্যস্ততম সড়কটি। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। প্রতিদিন যাত্রীবাহী গাড়ী, মালবাহী ট্রাক-ট্রলি, সিএনজি, অটো-রিকশা ও মোটরসাইকেলসহ হাজারেরও বেশি যান চলাচল করে এতে।
গড়ে বিশ হাজার মানুষের যাতায়াতের চরম ভোগান্তি এখন নিত্য সঙ্গী । জনসাধারণের সাথে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও পোহাতে হচ্ছে দারুণ কষ্ট। জনপ্রতিনিধিদের শোনা যাচ্ছে না কোন সাড়াশব্দ। স্থানীয় এলাকাবাসির জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং ইটভাটার অবৈধ ট্রলি চলাচলের কারনে সড়কটি এখন চলাচল অনুপযোগী। যানবাহন বিকল হয়ে সৃষ্টি হচ্ছে যানযটেরও। তবে কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি এ সড়কের বিষয়ে। তবে জীবনের ঝুঁকি এড়াতে সড়কটির জরুরি সংস্কার চায় এলাকাবাসী।
0Share