নিজস্ব প্রতিনিধি, রায়পুর: চোখে-মুখে তৃপ্তির ঝলক নিয়ে যুগান্তরকে ধন্যবাদ জানিয়েছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া আশ্রয়ন কেন্দ্রের রোযাদার অসহায়-দিনমজুররা। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার ইফতার শেষে তারা এ ধন্যবাদ জানান। আগামী শনিবার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের চর জালিয়া আশ্রয়ন কেন্দ্রেও অনুরূপ ইফতারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুগান্তর স্বজন সমাবেশের রায়পুর উপজেলা সভাপতি আব্দুর রহমান তুহিন চৌধুরী। উল্লেখ্য, প্রতি বছর অসহায়, দরিদ্র ও এতিমদের নিয়ে যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে নিয়মিত ইফতারের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন আশ্রয়ন প্রকল্প জামে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন। প্রায় ৭০ জন অসহায় ব্যক্তি ওই ইফতারে অংশগ্রহণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের রায়পুর উপজেলার উপদেষ্টা যুগান্তর প্রতিনিধি তাবারক হোসেন আজাদ, স্বজন সমাবেশের উপজেলা সভাপতি আব্দুর রহমান তুহিন চৌধুরী, স্বজন সদস্য তানজিম হোসেন ইমাম, শিক্ষক বাহারুল আলম, মো: ওমর ফারুক, বাস্তুহারা লীগ নেতা হারুনুর রশিদ প্রমুখ।
0Share