নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের বিভিন্ন সংস্থার সাড়াঁশি অভিযান শুরু হয়েছে। এতে আতংকে আত্মগোপনে চলে যাচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়িরা। পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের অভিযানে ইতোমধ্যে চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতাসহ অন্তত ২০ মাদকব্যবসায়ি আটক হয়েছে। পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার(২২ মে) সন্ধ্যা পর্যন্ত এ সকল আটকের পরিসংখ্যান দেয়া হয়। আটকদের মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীপুর জেলা যুবলীগের সদস্য শেখ হারুন এবং ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মশু রয়েছে। রয়েছে নারী মাদক বিক্রেতা মরিয়ম। লক্ষ্মীপুর সদর, রামগতি, রায়পুর ও চন্দ্রগঞ্জের বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের অভিযানে অনেক চিহ্নিত মাদক ব্যবসায়িদের কে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানা গেছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এসব চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। মাদকের সাথে যত বড়ই লোক জড়িত থাকুক, কাউকে ছাড় দেয়া হবে না।
0Share