নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে অনলাইন সাংবাদিকতায় ভিন্ন মাত্রা যোগ করেছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। বহুমুখী কন্টেন্টের সমন্বয়ে এ গণমাধ্যমটি বাংলাদেশের ডিজিটাল মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দেখিয়েছে ব্যাপক সম্ভাবনা। অনলাইন গণমাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত আলোচনা সভায় এমনটাই বলেছেন আগত অতিথিরা।
এসময় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলানিউজ বহুদূর এগিয়ে গেছে। দেশি বিদেশী নানা সংবাদের পাশাপাশি লক্ষ্মীপুরের সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নের খবর তুলে ধরছে বাংলানিউজ।
রোববার (১ জুলাই) সকালে বর্ষপূর্তি উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়।পরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে বাংলানিউজের সফলতাসহ বিস্তারিত আলোচনা করেন স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান।লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও বিএমএ সভাপতি আশফাকুর রহমান মামুন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক মহিউদ্দিন ভূঁইয়া মুরাদ, আনোয়ারের রহমান বাবুল, আব্দুল মালেক, এবিএম নিজাম উদ্দিন, কাজল কায়েস, ইসমাইল হোসেন জবু, সাইফুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান সবুজ, মীর ফরহাদ সুমন, মোহাম্মদ আক্তার আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, আতোয়ার রহমান মনির, ফয়েজুল আজিম শিশির, মাসুদুর রহমান খান ভুট্টু, নাজিম উদ্দিন রানা, জহিরুল ইসলাম শিবলু ও পলাশ সাহা প্রমুখ।
0Share