মিসু সাহা নিক্কন : লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ জাল মজুদ ও বিক্রির দায়ে ৫০ লক্ষ টাকার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ আগস্ট)) বিকেল ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলী এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চর আলেকজান্ডার ইসমাইল মাঝি বাড়ির মঞ্জুর মাঝির গোডাউনে ওই অভিযান চালানো হয়। এসময় ৬ হাজার পাউন্ড নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: কামাল হোসেন, লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ঘাটের কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: হাবিব ও রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার আরমান হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ জাল মজুদ ও বিক্রির অপরাধে ওই অবৈধ কারেন্ট জালগুলোকে জব্দ করা হয়। পরে, উপজেলা পরিষদের সামনে জব্দকৃত জালে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে।
0Share