মিসু সাহা নিক্কন: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী রামগতি বাজারে দীর্ঘবছর পরে হতে চলেছে হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন। এ উপলক্ষ্যে বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা এর সাথে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ব্যবসায়ী, দোকান মালিক, বাস/ট্রাক মালিক সমিতি, ভ্যান ও রিক্সা চালকদের মধ্যে মত বিনিময় সভা, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, শুনানি ও নিষ্পত্তিকরণ হয়।
বিধি অনুযায়ি উপজেলার রামগতি বাজারস্থ ৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন উক্ত কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার, সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত ইউপি মহিলা মেম্বার, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী দপ্তরের কমিউনিটি অর্গানাইজার হবেন সদস্য।
এছাড়াও মহিলা দোকানদারদের মধ্য থেকে একজন মনোনীত প্রতিনিধি ও বাস/ট্রাক মালিক সমিতি কর্তৃক তাদের একজন মনোনীত প্রতিনিধি হবেন উক্ত কমিটির সদস্য।
রামগতি বাজারের দোকানঘর মালিকদের মধ্যে হবে নির্বাচন, ভোটে নির্বাচিত প্রার্থী হবেন হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক। ক্ষুদ্র বাজার ব্যবসায়ীদের মধ্যে বেশি ভোটে নির্বাচিত ২জন এবং রিক্সা ও ভ্যান চালকদের মধ্য ভোটে নির্বাচিত ১জন প্রার্থী হবেন উক্ত কমিটির সদস্য।
৮নং বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস বলেন, দীর্ঘ বছর পর রামগতি বাজারে ভোটের হাওয়া লাগবে। আশাকরি উৎসব মুখর পরিবেশে হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কর্মকর্তা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুছ ছাত্তার বেগ জানান, বাজারের কোন ইজারাদার এই কমিটির সদস্য হতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর।
রামগতি উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, রামগতি বাজারের হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচন হবে আগামী ১লা অক্টোবর, ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ চলবে। নির্বাচিত কমিটির মেয়াদ থাকবে ২ বছর।
0Share