ডাক্তারদের পক্ষে চেম্বার করার বিষয়ে মাইকে প্রচার-প্রচারণা না করার জন্য হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজী মালিকদের নিষেধাজ্ঞা দিয়েছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন। অতিরিক্ত শব্দ দূষণে জনস্বাস্থের জন্য ক্ষতিকর বিধায় এ নিষেধাজ্ঞা জারি করে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে জেলা বেসরকারী হাসপাতাল সমিতির নেতারা বলছেন, মাইকিং করার জন্য নির্দিষ্ট একটি সময় বেঁধে দিলে আমাদের জন্য উপকার হতো।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, জেলার পাঁচটি উপজেলায় বেসরকারি হাসপাতাল রয়েছে ৩৩ টি ও প্যাথলজী রয়েছে ৬৯ টি। এসব ক্লিনিক/হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারদের পক্ষে সময়-অসময়ে মাইকিংয়ের মাধ্যমে শব্দ দূষণ হয়ে আসছে। যা জন স্বাস্থের জন্য ক্ষতিকর। সম্প্রতি জেলা ও উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় এধরনের প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার জন্য জনপ্রতিনিধিরা অনুরোধ জানিয়েছেন। তাই সভায় সর্ব সম্মতিক্রমে বেসরকারী হাসপাতাল ও প্যাথলজীতে আগত ডাক্তারদের পক্ষে মাইকিং না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
জেলা বেসরকারী হাসপাতাল ও প্যাথলজী মালিক সমিতির যুগ্ন-আহ্বায়ক তুহিন চৌধুরী জানান, রোগীদের সেবা প্রদানের জন্য ডাক্তারদের পক্ষে মাইকিং করার জন্য নির্দিষ্ট একটি সময় বেঁধে দিলে রোগী ও তাঁদের স্বজনরা উপকৃত হবে। কবে কোন চিকিৎসক সেবা দিবেন তা যদি রোগীরা আগে না জানে তাহলে তারা হয়রানির শিকার হবে। আমরাও ক্ষতিগ্রস্থ হবো।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, অতিরিক্ত শব্দ দূষণ রোধে জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক ডাক্তারদের পক্ষে চেম্বার করার বিষয়ে মাইকে প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্যানার, ফেষ্টুন, লিফলেট ইত্যাদির মাধ্যমে প্রচার-প্রচারণা করা যাবে।
0Share